হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার,আদমদীঘি।
২১শে নভেম্বর ২০২০ রাত ৯ টায় আদমদীঘি উপজেলার রাসেল এন্ড রোহান কন্সট্রাকশান সকল লেবার মেস্তরী সুস্বাস্থ্য দীর্ঘাযু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়, আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী আব্দুল মজিদ কমল পরিচালনায় সকল মেস্তরী সহযোগীতায় অনুষ্ঠান সম্পূর্ন করা হয়, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বিদ্যাবিথী কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ জনাব মোঃ বুলবুল ফারুক, উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা শ্রমিক দলের সেক্রেটারী জনাব মোঃ কামরুল হাসান মধু, আরো উপস্থিত ছিলেন ফরিদুল,রব্বানী, আলী, ইন্জিনিয়ার রতন,আরিফ,জবাইদুল,জহুরুল,রতন,নাজমুল,রিপন,জিল্লুর,বাবু সহ অন্যান্য কর্মীবৃন্দ,
Leave a Reply