মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম হাসান (০৪)। সে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের পুরান বেড়ীর মো. আয়ূব আলী সর্দারের ছোট ছেলে।
বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের পুরান বেড়ীর চর কাচিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরই মাঝে শিশু হাসান সবার অগোচরে তাদের ঘরের পাশে খালের পাড়ে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।
এক পর্যায়ে ঘরের সামনে খালের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে প্রতিবেশী লোকজন শিশু হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply