রাজশাহী প্রতিনিধি
রাজশাহী রেঞ্জের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জাধীন জেলা, ইউনিটসমূহের পুলিশ সুপারগণ। তিনি ওয়ারেন্ট তামিল, মামলা, জিডি তদন্ত, বিট পুলিশিংসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply