রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। তারা ওই ছাত্রবাসে গোপন বৈঠক করছিল।
শুক্রবার দুপুরে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয় বলে বোয়ালিয়ার থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানিয়েছেন।
তিনি বলেন, গ্রেপ্তার সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলী রয়েছেন। বাকি ছয়জন শিবির কর্মী। রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
Leave a Reply