রাজশাহী প্রতিনিধি
‘সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ এর আয়োজন করে।
সমাবেশে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। মানসিক স্বাস্থ্য কীভাবে ভাল রাখা যায় সেই দিকগুলোও তুলে ধরেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরে আলম সিদ্দিকী।
তিনি বলেন, ১৯৯২ সাল থেকেই দিবসটি পালিত হচ্ছে। কিন্তু মানসিক স্বাস্থ্য সর্ম্পকে এখনও অনেক মানুষ বোঝে না। মানসিক স্বাস্থ্য ভাল থাকলেই শরীর ভাল থাকবে। আর তখনই মানুষের ভালভাবে বেঁচে থাকা সম্ভব। তাই মানসিক স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সমাবেশে রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, তরুন হাসান, তপন কুমার বর্মণসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply