রাজশাহী প্রতিনিধি:
সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ।’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।
এ সময় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সেমিনারে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল রিফাতসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং প্রাণিসম্পদ, মৎস্য অধিদপ্তর, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply