রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
সভায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং সোনাদীঘির পাশে কেন্দ্রীয় শহীন মিনার নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, নগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমনম ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply