মোঃ সাদ্দাম হোসেন সোহান
বিশেষ প্রতিনিধিঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ রাজবাড়ী বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ‘প্রেমিক জুটি’র আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের রেলগেট সংলগ্ন এলাকায় রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন -লালমনিরহাট আদিতমারীর নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে মো. ফজলের রহমান (১৯) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামের আলী আকবর শেখের মেয়ে ফারজানা আক্তার মুক্তা (১৮)।
স্থানীয়রা জানান, মোবাইল ফোনে দুজনের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি ফজলের রহমান লালমনিরহাট থেকে মুক্তার কাছে আসেন। প্রেমের বিষয়টি দুই পরিবার মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছেন।খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
রাজবাড়ি রেলওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply