বিধান কুমার বিশ্বাস।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ভিন্ন ভিন্ন অভিযানে দুর্গাপূর হতে বিসিক রামকান্তপুর এলাকার আফসার শেখের ছেলে রাজন শেখ (ডিস ব্যাবসায়ী) নিকট হতে ৫ শত গ্রাম গাঁজা ও দুর্গাপুরের মৃত নিফাজ উদ্দিন শেখের ছেলে মোঃ গোলাম মোস্তফা মোর্শেদ এর নিকট হতে ২ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে রাজবাড়ী সদর থানাধীন রায়নগর মোঃকামাল হোসেনের বাড়ি অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন ও তার স্ত্রী সুফিয়া আক্তার নদীকে ২ শত ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এসআই মোঃ বদিয়ার রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন দূর্গাপুর গ্রামস্থ জনৈক আনছার মোল্লা এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। শেখ রজন ওরফে রাজন(৩৬), পিতা মোঃ আফছার শেখ, সাং- বিসিক রামকান্তপুর, থানা ও জেলা- রাজবাড়ী এর নিকট হইতে ৫শত গ্রাম মাদক জাতীয় গাঁজা উদ্ধার করেন। তার বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা যায় সে ডিসের ব্যবসার আড়ালে গাঁজা বিক্রি করে থাকে ও ০২। মোঃ গোলাম মোস্তফা মোর্শেদ(৫৮), পিতা-মৃত নিফাজ উদ্দিন শেখ, সাং- দূর্গাপুর, থানা ও জেলা-রাজবাড়ী এর নিকট হইতে ২ শত গ্রাম মাদক জাতীয় গাঁজা সহ মোট ৭ শত গ্রাম মাদক জাতীয় দ্রব্য গাঁজা, মূল্য-১৪ হাজার টাকা ২৪ শে নভেম্বর রাত ১০ ঘটিকায় সময় গ্রেপ্তার করেন।
অপর অভিযানে
এসআই মোঃ শহিদুল ইসলাম, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন রায়নগর গ্রামস্থ জনৈক মোঃ কামাল হোসেন এর বাড়ীর উপর অভিযান পরিচালনা করিয়া আসামী-০১। সুফিয়া বেগম ওরফে নদী (২৮), পিতা-মোঃ কামাল হোসেন, ০২। মোঃ কামাল হোসেন (৫৫), পিতা-মৃত মইজুদ্দিন শেখ, সাং- রায়নগর, থানা ও জেলা-রাজবাড়ী নিকট হইতে ২ শত ষাট গ্রাম মাদক জাতীয় দ্রব্য গাঁজা ২৪ শে নভেম্বর ৫ ঘটিকার সময় মাদকসহ গ্রেপ্তার করেন।
এদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
রাজবাড়ী ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর শরীফ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ এর সাংবাদিক রাজবাড়ী জেলা প্রতিনিধি বিধান কুমার বিশ্বাস কে বলেন, যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে যারাই সম্পৃক্ত থাকুক না কেন দল-মত নির্বিশেষে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply