আলো প্রিয় চাকমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি,,,,,,,দীর্ঘ ৫ মাস করোনার সময়ে আবাসিক হোটেল রেস্তুরেন কটেজ বন্ধ থাকার কারনে হোটেল মালিক -সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ কঠিন জীবন যাপন কেটেছে। সীমিত আকারে সাজেক পর্যটন শিল্প খোলায় আবাসিক হোটেলে বুকিং চলছে। সুপন চাকমা জানিয়েছে বর্তমানে স্হানীয় প্রশাসন সাজেক পর্যটনকে সীমিত আকারে খোলে দেওয়ার কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আসবে বলে মনে করেন। ৫ মাস করোনা সময়ে পর্যটক না আসায় কারনে পরিবার নিয়ে চিন্তিত ছিলাম। সরকারি বা এনজিও মাধ্যমে আর্থিক সহায়তা পায়নি। জমানো টাকাও শেষ,এলাকায় কাজ না থাকার কারণে কর্মহীন। খাগড়াছড়ি পিকাপ লাইনম্যান মো,সোহাগ বলেছেন দীর্ঘদিন করোনা পরিস্থিতি অবনতি কারণে যানচলাচল বন্ধ থাকার কারণে পর্যটক না আসায় হাজার মানুষ বেকার হয়ে যায়। জেলাপ্রশাসন সীমিত আকারে পর্ষটন খোলে দেওয়া, কিছুটা ভাড়া পাওয়া যাচ্ছে। মো,সোহাগ আশাবাদী আগামী শীত মৌসমে ভরপুর পর্যটক আসার সম্ভবনা। এদিকে এলাকাবাসী অভিযোগ সাজেকে আসা পর্যটক মানছে স্বাস্থ্যবিধি। পর্যটকদের মুখে মাক্স নেই সামাজিক দূরত্ব নেই। প্রতিনিয়ত খবরে শিরোনামে করোনা রোগী সনাক্ত, আতংকে আসেন স্হানীয় বাসিন্দারা।
Leave a Reply