মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশাল মেট্টোপলিটনের এয়ারপোর্ট থানা এলাকার রহমতপুর বাস স্ট্যান্ডে অভিযান চালায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় ৯শত গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ ১০ অক্টোবর সকাল সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বরিশাল মহানগর গোয়ন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হরিদাস নাগ ও উপ-পুলিশ পরিদর্শক(এস আই) মোঃ ফিরোজ আলম মুন্সি একটি টিম।
জানা গেছে রহমতপুর বাস স্ট্যান্ডে রহমতপুর ব্রীজের উত্তর পাশে মিজান হোটেলের সামনে থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউপি মধ্য কেশবকাঠী গ্রামের মৃত মন্নান বেপরীর ছেলে মোঃ নজরুল বেপারী (৩৮) ও একই এলাকার মোঃ রুস্তুম হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৩)কে আটক করে।
তাদের কাছ থেকে ৯শত গ্রাম গাঁজা উদ্ধার করে। এঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় মাদক নিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে
Leave a Reply