প্রধান সম্পাদক আবু ইউসুফ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।আমার চলার পথে প্রতিটা সিঁড়িই দুর্গম। তবুয় পথ চলতে হবে পিছিয়ে আসলে কোন দিন ও কারো স্বপ্ন পূরণ হবেনা।আমার স্বপ্ন পূরণে লক্ষে।
পৌছাতে হবে এটাই আমার প্রত্যাশা।কিছুই নেই আমার আছে শুধু আত্মবিশ্বাস আর প্রচেষ্টা তাই আমি সততা নিয়েই আমার এই দুর্গম পথ পারি দিব।আমাকে দুর্বল মনে করার কিছুই নেই আমি পুরুষ এটাই আমার পরিচয় তবুয় সত্যের পথে লড়াই করে যাব ইনশাআল্লাহ্
আমার বিন্দু মাত্র ভয় নেই। কারণ পরাজিত সৌনিক হয়ে ৫০ বছর বেচেঁ থাকা চেয়ে।
প্রয়োজনে বীরের মতো একদিন বাচঁব। তবুয় অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাল্লাহ। আমার কাছে আমার আদর্শের মূল্য কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান। তাই নীতি আর আদর্শকে বুকে নিয়েই হবে আমার ন্যায়ের লড়াই। যুদ্ধের ময়দানে বুক পেতে দিবো তবুও অন্যায়ের কাছে
হার মানবনা।আমি জানি, আমার এই পথে হাজারও বাধাঁ আসবে।তবুয় আমি তৈরি আছি শুধু একটি মাত্র অস্ত্র নিয়ে। আর সেই অস্ত্র হলো আমার হাতে ধরে রাখা একটি কলম মাত্র।
যার মূল্য আমার কাছে, আমার জীবনের চেয়েও অনেক অনেক বেশি। আমার এই কলম, সত্য আর সঠিক কথার কলম। ইচ্ছে করলেই কেউ এই কলম কিংবা কলমে বের হওয়া লিখা কখনো কোন দিন কিনতে পারবেনা।এই কলম যত দিন আমার হাতে থাকবে ততো দিন ছদ্মবেশে নয় প্রকাশ্যে মাঠে নামতে চাই।
আর মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে লড়াই করতে চাই। যদি এমন কেউ ভেবে থাকো যে প্রতিটা সাংবাদিক ঐ খারাপ আর লুভী।তবে আমি বলবো এই ধরণের চিন্তা চেতনা মানুষ গুলে শুধু মূর্খই না বোকা ও বটে। শিয়ালকে দেখতে যতই ছোট মনে করো কিন্তু সে অনেক চালাক। আর হাতি সে দেখতে বিশাল বড় কিন্তুু।
মানুষ তাকে দেখে ভয় পায়। কিন্তু দৌড়ে আর বুদ্ধিতে শিয়াল কিন্তু পন্ডিত। প্রত্যেক সাংবাদিকের হাতে থাকা কলম টা দেখতে বেশ ছোট মনে হয় কিন্তু চলে রকেট গতিতে অতএব বৃথা চেষ্টা করে কোন লাভ নেই। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply