ময়মনসিংহ জেলা প্রতিনিধি।পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম(বার) অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ সাহেবের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এসআই(নিঃ) হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ০৪/১২/২০২০ খ্রি: ২১.৫০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস মোড়স্থ হাজী মোঃ বাদল মিয়া(৬০) এর মেসার্স ভাই ভাই
ট্রেডার্স নামক রড সিমেন্টের দোকানের সামনে ময়মনসিংহ থেকে ঢাকা গামী মহাসড়কের পাশে থেকে চোরাইকৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ১২ জন আসামীদের গ্রেফতার সহ আসামীদের হেফাজত থেকে ০৫ (পাঁচ) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ সহ দেশেরে বিভিন্ন স্থান হতে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছে। এই সংক্রান্তে কোতোয়ালী মডেল থানায় এসআই(নিঃ) হাবিবুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন। অদ্য
আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীদের নাম-ঠিকানা
১। মোঃ শিমুল ইসলাম শিপন(২৬), পিতা-মোঃ শিরু মিয়া, মাতা-মোছাঃ জোবেদা খাতুন,
সাং-হারুয়া(ফিশারির মোড়), থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-
গরগড়িয়া মাষ্টার বাড়ী,(শশুর সাইফুল ইসলামের বাড়ী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,
২। মোঃ আবু বক্কর(৩২), পিতা-মোঃ আবু সাঈদ, মাতা-মোছাঃ আলেকজান, সাং-অরাইল
উত্তর পাড়া, থানা-সরাইল,
৩। মোঃ মানজু মিয়া(২৩), পিতা-মোঃ ফুরু মিয়া, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-
ফিদিয়ারকান্দি (দক্ষিনপাড়া), থানা- নাসিরনগর, উভয় জেলা-ব্রাহ্মনবাড়িয়া,
৪। মোঃ জুনাইদ(২৫), পিতা-মোঃ সোনা মিয়া, মাতা-মোছাঃ সাজেদা বেগম, সাং-
পূর্বকৈলানপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ,
৫। মোঃ হেফজু মিয়া(২২), পিতা-মোঃ আহাদ মিয়া, মাতা-মোছাঃ শাহানা আক্তার, সাং-
গুজিয়া খাইল পশ্চিম পাড়া, থানা- নাসিরনগর,
৬। মোঃ মুছা মিয়া(২৫), পিতা-মোঃ সাঈদ মিয়া, মাতা-মোছাঃ হনুফা বেগম,
৭। মোঃ আকাশ(২৫), পিতা-মোঃ নূরুল ইসলাম, মাতা-মোছাঃ আমেনা বেগম, উভয় সাং-
পনি আউট(উত্তর পাড়া), থানা-ব্রাহ্মনবাড়িয়া সদর,
৮। মোঃ ইকরাম(২০), পিতা-মোঃ কামাল, মাতা-মোছাঃ রহিমা বেগম,
৯। মোঃ শাহাঙ্গীর(২০), পিতা- মোঃ মঞ্জু মিয়া, মাতা-মোছাঃ খোরশেদা বেগম, উভয়
সাং- ফিদিয়ারকান্দি ভূইয়া বাড়ী,
১০। মোঃ আলম মিয়া (২২), পিতা-মোঃ শাহজাহান, মাতা-মোছাঃ ছাফিয়া বেগম,
১১। মোঃ মোকারম(২২), পিতা-মৃত মোজাম্মেল, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, উভয়
সাং-ফিদিয়ারকান্দি বড় বাড়ী, সর্ব থানা- নাসিরনগর, সর্ব জেলা- ব্রাহ্মনবাড়িয়া,
১২। মোঃ রাজিব মিয়া(৩৫), পিতা-মৃত মিন্টু মিয়া, মাতা-মোছাঃ লাকি বেগম, সাং-
তেতুলিয়া মোড়লবাড়ী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ।
চোরাই মোটর সাইকেলের বর্ণনা
১) . ০১(এক)টি নীল রংয়ের পুরাতন Apache RTR 150 CC মোটরসাইকেল। যাহার চেচিস নং- MD624H018H2A47059, ইঞ্জিন নং-*C1A7239388* মূল্য অনুমান=১০০,০০০/-(এক লক্ষ) টাকা,
২) ০১(এক)টি লাল রংয়ের পুরাতন Pulsar 150 CC মোটরসাইকেল। যাহার চেচিস নং- MD2DHDHZZSCG06962, ইঞ্জিন নং-DHGBSG16770 মূল্য অনুমান=৯০,০০০/- (নব্বই হাজার) টাকা,
৩) ০১(এক)টি ডিসকভার ১২৫ সিসি কালো ও লাল রংয়ের নতুন মোটর সাইকেল, চেসিস নং- *PSUB44BY4LTG96491* ইঞ্জিন নং- JZXWLF09391, মূল্য অনুমান=১,১০,০০০/- (একলক্ষ দশহাজার) টাকা,
৪) ০১(এক)টি লাল রংয়ের পুরাতন Pulsar 150 CC মোটরসাইকেল, চেসিস নং-
*MD2A11CZ1CCC05294* ইঞ্জিন নং- DHZCCC06348, রেজিঃ নং-কিশোরগঞ্জ ল- ১১-০৯৭৮, মূল্য অনুমান=১,০০,০০০/- (একলক্ষ) টাকা,
৫) ০১(এক)টি নীল রংয়ের পুরাতন Pulsar 150 CC মোটরসাইকেল চেসিস নং-
*MD2A11CYXHWG91892*, ইঞ্জিন নং-DHYWHG90019, রেজিঃ নং- ঢাকা মেট্রো- ল-৩৫-৫৭৮৬, মূল্য অনুমান= ১,০০,০০০/- (একলক্ষ) টাকা
Leave a Reply