দেলোয়ার হোসেন তরফদার
সিলেট বিভাগ ব্যুরো প্রধান
মৌলভীবাজার জেলা নিমাণ শ্রমিক ইউনিয়ন রেজি ঃ নং চট্র ২৩৬৮ এর অন্তর্ভুক্ত মৌলভীবাজার জেলার সদর তিন এর নিবাচন অনুষ্ঠিত হয় গত ৪/১২/২০ ইংরেজি। নিবাচন পরিচালনা করেন শ্রমিক ইউনিয়ন জেলা সভাপতি জনাব আকিব আলী, সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান মতি,সাংগঠনিক সম্পাদক জনাব মুসলিম গাজী, দপ্তর সম্পাদক জনাব তাজুল ইসলাম, ক্রিড়া সম্পাদক জনাব ফারুক আহমদ। ৩ নং সদর শাখায় বিনা প্রতিদন্দিতায় যারা নিবাচিত হলে সভাপতি জনাব আব্দুল্লাহ মিয়া,প্রচার সম্পাদক জনাব কবির মিয়া,ক্রিড়া সম্পাদক জনাব আব্দুর জব্বার, নিবাচিত, সাধারণ সম্পাদক জনাব আলী আকবর দোয়াত কলম নিয়ে ২৯২ ভোট পেয়ে বিজয়ী,তার নিকটতম সাবেক সম্পাদক জসিম পিকাপ নিয়ে ১৭ ভোট পান,সাংগঠনিক সম্পাদক হাশেম মিয়া বাঘ প্রতিক নিয়ে ১৫৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন তার প্রতিদন্দিতা করেন জনাব হব্বিব মিয়া হাতি প্রতিক নিয়ে ১২৬ ভোট পান,এদিকে সাবেক অথ সম্পাদক আব্দুর রকিব খেজুর গাছ প্রতিক নিয়ে মাত্র ৯ ভোট পান তিনি,যিনি বিজয়ী হয়েছেন জসিম মিয়া মাছ প্রতিক নিয়ে উনি মোট ভোট পেয়েছেন ২৭৯। বিজয়ের মালা গলায় দেন।কায্যকরি মাসুদ মিয়া ১,রাজুল মিয়া ২ ভোটে নিবাচিত হন।সদর ৩ শাখায় মোট ছিল ৪৮৩,এদের মাঝে ৩০৯ ভোটার আসিয়া ভোট দেন,এসময় আরও উপস্তিত জেলা শ্রমিক ইউনিয়ন এর কায্যকরি সদস্য জনাব নুরুল হক,বিজয় যে ভাবে ফল তেমনি হয় ভালো কাজ না করলে।
Leave a Reply