সিলেট বিভাগ ব্যুরো প্রধান
মৌলভীবাজার জেলার সদর উপজেলার শেরপুর এলাকায় আজাদ বখত স্কুল এন্ড কলেজ এর এস এস সি পরীক্ষাথী শিউলি আক্তার (১৬) পিতা আক্কাছ আলী, সাং বাম্মংরাম,থানাও জেলা মৌলভীবাজার, এর রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের ফজলু মিয়ার ছেলে হেলাল মিয়ার হওয়ার দিন ধায্য ছিল, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচাজ সংবাদ পেয়ে ৩/১২/২০ গভীর রাতে শেরপুর মেয়ের বাড়ীতে উপস্তিত হলে বাড়ীতে বিয়ের আনুষ্ঠানিকতা দেখে, না বালিকা মেয়েটির পরিবারের সাথে কথা বলেন এবং মেয়েটির জন্মনিব্দন ও রেজিষ্ট্রেশন দেখে এ বিয়ে বন্দ্ব করেন মডেল থানার সুনামধন্য অফিসার ইনচাজ জনাব ইয়াছিনুল হক সাহেব,এসময় শেরপুর ফাড়ির ইনচাজ এস আই সাথে ছিলেন।
Leave a Reply