দেলোয়ার হোসেন তরফদার
সিলেট বিভাগ ব্যুরো প্রধান
মৌলভীবাজার জেলার প্রান কেন্দ্র মৌলভীবাজার সদর পৌরসভা, মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে মেয়র পদপ্রার্থী বতমান মেয়র জনাব ফজলুর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির মেয়র পদপ্রার্থী সাবেক দুইবারের ৫ নং ওয়াডের কমিশনার জনাব অলিউর রহমান অলি আগামি কাল ৩১ /১২/২০ তারিখ জেলা নিবাচন অফিসে মনোনয় জমা দিবেন,আজ পৌরসভার ৯ টি ওয়ানডের মোট ২২ জন কমিশনার পদপ্রার্থী তাদের মনোনয় পত্র জমা দেন,পৌরসভার ১ ও ৮ নং ওয়াডে নতুন নতুনরা নিবাচন করবেন বতমান কমিশনার পদপ্রার্থী হবেন না,১ নং ওয়াডে কমিশনার পদপ্রার্থী জনাব সহীদ মিয়া ও এডভোকেট প্রাথ সারথি পাল তারা তাদের মনোনয় পত্র আজ ৩০/১২/২০ তারিখ মৌলভীবাজার সদর উপজেলা নিবাচন অফিসে, অফিসার জনাব ফরহাদ হোসেন এর কাছে জমা দিয়ে এলাকার ভোটার দের কাছে ছুটছেন সকলের দোয়া নিতে।আগামি কাল ৩১ মনোনয় পত্র জমা দিবেন বি এন পি ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী, কাল মনোনয় পত্র জমা দেওয়ার শেষ তারিখ,।
Leave a Reply