দেলোয়ার হোসেন
তরফদার
সিলেট বিভাগ ব্যুরো প্রধান
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ১.২.৩ মহিলা কাউন্সিল পদপ্রার্থী শ্যামলী সুত্রধর জবাফুল প্রতিক নিয়ে গনসংযোগ করে যাচ্ছেন সাধারণ জনগন,এবার মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নিবাচন নিয়ে চোখে পড়ার মত তেমন ইমেজ না থাকলে মহিলা কাউন্সিল ও সাধারন কাউন্সিলর মধ্যে জমে উঠেছে মাঠ গরম হয়েছে,১ নং ওয়াডে সাধারণ কাউন্সিল পদপ্রার্থী ৫ জন,ভোট চাইতে কেউ ঘরে বসে নাই সবাই সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন,এদিকে মহিলা কাউন্সিল পদপ্রার্থী ১ নং ওয়াডে থেকে তিন জন, শ্যামলী সুত্রধর,এ এস কাকন সাংবাদিক, নাজমা বেগম,,এ এস কাকন চশমা প্রতিক, নাজমা বেগম আনারস প্রতিক,শ্যামলী সুত্রধর জবাফুল প্রতিক,২ ওয়াডে ১ জন কাউন্সিল পদপ্রার্থী মহিলা নুরুন্নাহার টেলিফোন প্রতিক নিয়ে নিবাচনে অংশগ্রহণ করছেন,৩ ওয়াডে কোন মহিলা কাউন্সিল পদপ্রার্থী না থাকায় ৩ নং ওয়াডের ভোট সবাই পাবেন।৪ জন মহিলা কাউন্সিল পদপ্রার্থী প্রতিদিন ভোট চাইতে মানুষের কাছে যাচ্ছেন,এবার এখন ও ভোটারা মুখ খুলছেন না।মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থীগন না বসে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছেন।সকাল থেকে রাত ১১ পযন্ত ছুটে যাচ্ছেন ভোটার কাছে।এদিকে শ্যামলী সুত্রধর ১ নং ওয়াডের চর এর বাসিন্দা থাকায় গরিবের দুখ ভালো বুঝেন,গরীব মেহ ন্তি মানুষের বন্দু হিসাবে পরিচিত আছেন।
Leave a Reply