দেলোয়ার হোসেন তরফদার
মৌলভীবাজার জেলার সদর পৌরসভা নির্বাচন আগামী ৩০/১/২১ তারিখ আজ ১১ জানুয়ারি ছিল প্রতিক বরাদ্ব মেয়র পদে দুজন প্রাথী একজন নৌকা প্রতিক জনাব ফজলুর রহমান বতমান মেয়র,ধানের শিষ প্রতিক নিয়ে জনাব অলিউর রহমান অলি।ভোটাদের মেয়র নিবাচন নিয়া আনাগোনা কম থাকলে জমে উঠছে কাউন্সিলর ভোট নিয়ে দৌরযাপ।অনেক কাউন্সিলর প্রতিক পেয়ে লিফলেট বাহির করে ভোটার এর বাড়ী ছুটে চলছেন।অনেক গনসংযোগে মাঠে নামছেন।আজ থেকে শুরু প্রচারনা।১ নং ওয়াডে ৫ জন কাউন্সিলর।২ নং ওয়াডে ২ জন।৩ নং ওয়াডে ৩ জন,৪ নং ওয়াডে ২ জন,৫ ওয়াডে ৩ জন,৬ নং ওয়াডে ৩ জন,৭ নং ওয়াডে ৫ জন,৮ নং ওয়াডে ২ জন প্রাথী প্রতিদন্দিতা করবেন,৯ নং ওয়াডে বিনা প্রতিদন্দিতায় বতমান কাউন্সিলর বিজয়ী।শুদু ১/৮ ওয়াডে বতমান কাউন্সিলর নিবাচন এ অংশ নেন নি।বাকি আসন গুলোতে বতমান কাউন্সিলর গন মাঠে আছেন।
Leave a Reply