দেলোয়ার হোসেন৷ তরফদার
সিলেট বিভাগ ব্যুরো প্রধান
মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ৩১ তারিখ রোজ বৃহপ্রতিবার তিন জন মেয়ের পদপ্রার্থী মনোনয় পত্র জমা দেন, আওয়ামী লীগের দলীয় মনোনয় পেয়ে বতমান জনাব আলহাজ্ব ফজলুর রহমান দুপুর ১২.৩০ ঘটিকায় দলের সিনিয়র নেতাদের নিয়ে নৌকা প্রতিকের মনোনয় পত্র জমা দেন,এর কিছু পর জাতীয়তাবাদী দল বি এন পির মনোনিত প্রাথী ধান ছড়া প্রতিক নিয়ে জনাব অলিউর রহমান জেলা বি এন পির যুগ্নসাধারন সম্পাদক, দলে সিনিয়র নেতাদের নিয়ে উনার মনোনয় পত্র জমা দেন,পরে বিকাল ৩ ঘটিকায় সময় আওয়ামী লীগের বিদ্রুহী প্রাথী জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব সাইফুর রহমান বাবুল উনার মনোনয় পত্র জমা দেন জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ হাতে,।আগামী ৩ তারিখ বাছাই,১০ জানুয়ারী নমিনেশন উড্ড তারিখ,এবং আগামী ১১ জানুয়ারি প্রতিক দেওয়া হবে।
Leave a Reply