মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি ঃ
মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হাইড্রোস রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি কনফেশনারি ও চারটি বেকারিকে ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব হেডকোয়ার্টারের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হাইড্রোস রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
অভিযান পরিচালনা করেন র্যাব হেড কোয়ার্টারের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। অভিযান শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি, উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ র্যাবের একটি দল।
অভিযানে সম্রাট বেকারিকে এক লাখ টাকা, ন্যাশনাল ফুডকে এক লাখ, আল মদিনা ফুডকে ৫০ হাজার, আনন্দ বেকারিকে এক লাখ ২০ হাজার এবং অন্য একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকাসহ মোট ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply