এইচ এম সাগর (হিরামন)খুলনা ->>
সিসি ক্যামেরা বেষ্টিত উপজেলা চত্ত্বর থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর সিন্ডিকেটের সদস্য কেএমপি’র হরিণটানা থানার হোগলাডাঙ্গা গ্রামের মুজিবুর রহমান আকন্দের ছেলে গোলাম রসুল (২২) হাতেনাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্ত্বরের শহীদ যোবায়েদ আলী মিলনায়তনের পিছনে।
পুলিশ ও প্রত্যক্ষদশর্ীরা জানান, উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষাথর্ীদের সামনে দিয়ে দ্রুতবেগে ১টি মোটরসাইকেল ঠেলতে ঠেলতে এক যুবক নিয়ে পালাচ্ছে। শিক্ষার্থী ফেরদৌস, জাহিদ হাসান খান, আনিস সহ তার বন্ধুরা দেখে সন্দেহ মনে করে যুবককে থামতে বলেন। এ সময় সে মোটরসাইকেল ফেলে পালাতে চেষ্টা করার সময় ধরে ফেলে। দ্রুত থানায় ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ডুমুরিয়া থানার উপ- পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ধৃত যুবক মোটরসাইকেল চোর সিন্ডিকেট দলের সদস্য। মোটরসাইকেলের মালিক ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের এক কর্মচারির। এ ব্যপারে মামলা হয়েছে।
Leave a Reply