শিক্ষক
দেশ গড়ার কারিগর
সৎ ও নির্ভীক যাত্রী
তার দেখানো পথে চলে
সকল ছাত্র ছাত্রী।
অন্যায়ে তার আপোস নয়
নয় কোনো ভিতী
তার থেকেই শেখা হয়
বাচার মূল নিতী।
আলোর পথের দিশারী
তিনি এই ধরায়
অজ্ঞাতার আকাশে তিনি
জ্ঞানের আলো ছড়ায়।
জ্ঞান তার পরিপূর্ণ
সব বিষয়ে বেশ
তার হাতেই নির্মিত হয়
সুন্দর একটি দেশ।
জন্মের পর মায়ের থেকে
প্রথম শিক্ষা শুরু
তার পরের সব পথ চলতে
শিক্ষা দেন এ গুরু।
দেয়না শুধু কখনো সে
বইইয়ে লিপিবদ্ধ শিক্ষা
আদর্শ ও নৈতিকতার
দেয় সে পূর্ণ দীক্ষা।
ডাক্তার, ঊকিল,ইন্জিনিয়ার
যাই হইনা কেনো
এসব কিছুর পেছনে
শিক্ষকের অবদানই যেনো।।
Leave a Reply