___________________________
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ= নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার অাসন্ন নির্বাচনে মেয়র পদে পৌর বি এন পি-র সভাপতি তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব অাবদুল মতিন লিটনের বাস ভবনে গতকাল ২০/১১/২০২০রাত ৯.৩০মিনিটে হঠাৎ কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ৭/৮জন সিপাহি লিটনের বাস ভবনে অাসেন। সাথে কয় একজন অ -পরিচিত লোক ছিলেন বলে জনাব,লিটন দাবি করেন।কেন অাসলেন জানতে চাইলে কর্মকর্তা বলেন মওদুদ আহমেদ বাড়িতে কোন রকমের সভা মিটিং করা যাবেনা।উপজেলা ছাত্র দলের সভাপতি পাবেলকে ও পুলিশের লোকজন কোন রকমের মিটিং করা যাবেনা বলে জানান।পৌর বি এন পি-র সভাপতি অাবদুল মতিন লিটন অারো জানান কারো রক্ত চক্ষুকে অামি ভয় করিনা ছএ রাজনীতি থেকে গনতান্ত্রিক অাচারন লালন করি অামার বয়স এখন ৪৮ অার কত বয়স হলে প্রার্থী হবার যোগ্যতা হয়, মোক্তব, প্রাথমিক স্কুল, হাই স্কুল সরকারি মুজিব কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করি।জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে জানাই অামার দলিয় সিদ্ধান্ত অামার নেতা দিবে কে প্রার্থী হবে অন্যদের মাথা বেথা থাকবে কেন?অাসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করে নাই এখন থেকে অামার পৌর নেতা কর্মীদের ভিবিন্ন ভাবে হয়রানি কেন? যার হাতে গড়া পৌরসভার স্থপতি প্রিয় নেতা ব্যারিষ্ট্রার মওদুদ সাহেবের অনুমোদন পেলে যত বাধা অাসুক অামি নির্বাচন করবো ইনশাআল্লাহ! অত অহমিকা ভালো নই। অন্যায় ভাবে হয়রানির তিব্র নিন্দা জানাই।
Leave a Reply