মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ শনিবার সকালে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন তার বক্তব্যে বলেন, ভালো কাজের মাধ্যমে ভোটারদের মন জয় করতে হবে। যৌক্তিক অভিযোগ থাকলে করবেন কিন্তু যেকোন হয়রানিমূলক অভিযোগ থেকে বিরত থাকবেন।
এসময় পুলিশ সুপার মারুফ হোসেন সকল প্রার্থীদের কাছে ইতিবাচক ব্যবহার প্রত্যাশা করেন এবং পুলিশ সকল প্রার্থীদের সমানভাবে সহায়তা করবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট সুকুমার বাড়ৈ, সহকারী পুলিশ সুপার মোঃ নাইমুল হক মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুকুমার রায়, নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আঃ হাই হাদী, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ সহ সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ
Leave a Reply