মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি
মেডিকেল এবং ডেন্টালের র্ভতি পরিহ্মার প্রশ্ন ফাঁসের মুলহতা আবদুল সালাম কে ঢাকার বণেশ্রী এলাকায় অভিজান চালিয়ে পুলিশের সাইর্ভার ক্রাইম সিআইডি টিম মঙ্গলবার ৬অক্টবর গ্রেফতার করে।২০০৬-১৫সালের প্রশ্ন ফাঁস ের মুলহোতা সালাম।
সে স্বস্থ্য শিক্ষা বুরোর মেশিন ম্যান ছিলো। সে কৌশলে প্রশ্ন ছাপা কালে লুকিয়ে প্রশ্ন পএ ফাঁস করিতো। তারা সাথে জরিত তার খালাতো ভাই জসিম, জসিমের বড় বোন মিরা,তার স্বামী,সহ তাদের রিলেটিভ আরো ক,জন।সালাম প্রশ্ন দিতো জসিম কে আর জসিম সহ সকালে মিলে মেডিকেল এবং ডেন্টালে র্ভতিকৃত শিক্ষার্থীদের মাঝে মোটা অংকের মাধ্যমে ফাঁস কৃত প্রশ্ন বিক্রি করিতেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল রহমান জানান,যে এ চক্রের সাথে কিছু চিকিৎসক ও জরিত আছে সিআইডি তাদের ও তদন্তের চক্ষে রেখেছে ।আরো জানান জসিমের নামে ৩৮টি ব্যাংক একাউন্ট নিবন্ধন আছে। যার বিতর বিদ্যমান টাকার পরিমান ২১কোটি ২৭লাখ টাকা ও বেশি আছে।আরো জানান গত১৯ জুলাই মাসে জসিমউদদীন সহ প্রশ্ন ফাঁসের এ টিমের ১০ জন কে মিরপুর থেকে পুলিশ আটক করেন। তাদের অবৈধ টাকার অনুসন্ধান চলাছে পুলিশ। আবদুল সালাম কে দরিতে সিআইডি টিমের সদস্য এস আই তরিকুল ইসলাম কে তার বিশেষ দক্ষতার জন ধন্যবাদ জানান বিশেষ পুলিশ সুপার মো ঃ আশরাফুল রহমান সাইর্বার ক্রাইম সিআইডি।
মোঃ তরিকুল ইসলাম মুন্সিগঞ্জের গজারিয়ায় টেংগারচরে কৃতি সন্তান।আবদুল সালাম ২০০৬-১৫ সালে মানিকগঞ্জ এক মামলার এজাহাব ভুক্ত আসামি হবার আগ প্রর্যন্ত প্রশ্ন ফাঁসের এ কাজ সাথে জরিত।
Leave a Reply