ভ্রাম্যমান প্রতিনিধি।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৮ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চরবাউশিয়া বড়কান্দি ড্রাগন ফল বাগন সংলগ্ন সড়ক থেকে ৩০ পিস ট্যাবলেটসহ তাকে আটক করে।
জানা যায়,ওই দিন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে আটককৃত যুবকের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় এএসআই ওমর ফারুকসহ অভিযানের অন্য পুলিশ সদস্যরা তাকে ইয়াবা বহন ও বিক্রির অভিযোগে থানায় নিয়ে আসে। আটককৃত ওই যুবক আলমগীর হোসেন বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি মৃত নুরুল ইসলামের ছেলে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, আটককৃত ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply