বিশেষ প্রতিনিধি
এক মানবিক আবেদন সবার নিকট!
বাউশিয়া ইউনিয়নের বক্তার কান্দি গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ হাবিব (১৪) দীর্ঘ দিন যাবত কিডনী জটিলতায় ভুগছে, দুটো কিডনীই ডেমেজড হয়ে গিয়েছে। ওর বাবা মারা গিয়েছে প্রায় ১০ বছর আগে, মা একটি মাদ্রাসায় রান্না করে আরেকটি ভাই মাদ্রাসায় পড়ে। মামা ও চাচার বাড়ীর আর্থিক অবস্থা ও বেশ শোচনীয়।
রাজধানীর শেরেবাংলানগর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস ইউরোলজি হাসপাতালে চিকিৎসা দিন আছে। অর্থিক ভাবে অসচ্ছলতার কারণে সঠিক চিকিৎসা নিতে পারছেনা হাবিব। বাবা হারা এই এতিম ছেলেটির জন্য সবার সহযোগিতা কামনা করি।
যে যার অবস্থান থেকে এগিয়ে আসি।
যে কোন পরিমানে সহায়তা বিকাশ করতে পারেন।।।
#বিকাশ_পার্সোনাল_০১৮১৫২২৮০৯২
জাকির মাহমুদ
একাউন্ট নংMSA 20501100201343001
ইসলাম পুর শাখা,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
#বিকাশ_পার্সোনাল_০১৮১৫২২৮০৯২
আমাদের সমাজে অনেক দানভীর দাতা আসেন,,,তারা দয়া করে একটু সাহায্যের হাত এ এতিম ছেলেটার দিকে বারিয়ে দিন!!!!.
Leave a Reply