(আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম)
মিষ্টার মেম্বারের কু কীর্তি ফার্স বিচারের নামে প্রহসন চাঁদপুর জেলার মতলব উত্তর সরদারকান্দি গ্রামের জৈনেক শেখ ফরিদের নামে অভিযোগ সে তার ই গ্রামের পার্শবর্তি বাড়ীর গৃহবধুকে ধর্ষন করেছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে বসায় গ্রাম্য সালিশ এবং নগদ ৩০ হাজার টাকায় ঘটনা ধামাচাপা
উক্ত ঘটনায় গ্রামের বর্তমান মেম্বার মাহবুব আলম উরফে মিষ্টার মেম্বার এবং তার সহযোগি এনায়েত মিজি ও সালাউদ্দিন বেপারী কে নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করে সেই বৈঠকে ধর্ষিতার কোন অভিযোগ না নিয়েই তাৎক্ষণিক শেখ ফরিদ কে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। ধর্ষণের বিচারের সেই টাকা প্রতি মাসে তিন হাজার টাকা লাভে টাকাটা দেয় ধর্ষিতার চাচা আউয়াল।
উনিও এই একই সিন্ডিকেটের সদস্য। এই টাকা মিস্টার মেম্বার এনায়েত মিজি ও সালা উদ্দিন বেপারী ভাগ বাটোয়ারা করে নেয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ধর্ষিতা নামধারী মহিলাকে তার বাড়িতে খুঁজতে গেলে তার পাড়া-প্রতিবেশীরা জানায় দুই তিন মাস আগ আউয়ালের বড় ভাই বিল্লাল এর ছেলে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ভবঘুরে এই মেয়েটিকে ফুসলিয়ে তার গ্রামের বাড়িতে নিয়ে যায় এবং বিভিন্নভাবে
মারধর ও নির্যাতন করতে থাকে সে নিজে একজন ঝালমুড়ি বিক্রেতা এলাকার যুবকদের কে টাকার বিনিময়ে সে তার বাড়ীতে নিয়ে আসে এবং তার স্ত্রীকে জোরপূর্বক দেহ মিলন করতে বাধ্য করে নির্যাতনের ভয়ে বাধ্য হয়ে মেয়েটির কুকর্মে লিপ্ত হয়। প্রতিবেশীর অভিযোগ থেকে পাওয়া যায় কোন নিকা রেজিস্ট্রি ছাড়াই মেয়েটিকে স্ত্রী পরিচয় দিয়ে সে এই অপকর্ম চালিয়ে জাচ্ছিলো এতে ওই ছেলের বাবা বিল্লাল এবং তার চাচা আউয়াল
প্রত্যক্ষ-পরোক্ষভাবে মদদ দেয় এলাকাবাসীর দাবি এই প্রহসনমূলক বিচারে মিস্টার মেম্বার ও তার সাঙ্গপাঙ্গরা যেভাবে ফায়দা লুটেছে তার সুষ্ঠু সমাধান নিয়ে এলাকায় সাধারণ জনগণের মাঝে প্রচণ্ড অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply