ব্লাড ক্যানসারে আক্রান্ত রিয়া মনি (৮) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। রিয়া মনি সিলেট সিটি ১০নং ওয়ার্ড কলাপাড়ার অস্হায়ী বাসীনদা মোঃ সপন মিয়ার ২য় মেয়ে।
জানা গেছে, রিয়া মনি ২য় শ্রেনীতে পড়তো । বিগত কয়েক দিন আগে ব্লাড ক্যানসার ধরা পড়ে তার শরীরে। পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলেছিলো। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা পরামর্ষ দেন চিকিৎসক। ২ বোন ১ ভাই মধ্যে রিয়া মনি দ্বিতীয় । মেয়ের চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উজাড় করে দিয়েও কোন কিনারা পাচ্ছেন না তার পরিবার। বর্তমানে প্রতিদিন চিকিৎসা বাবদ হাজার টাকা ব্যয় হচ্ছে। অর্থ সংকট এবং শারীরিক দুর্বলতার কারণে অপারেশন করানো যাচ্ছে না।
তার বাবা মোঃ সপন মিয়া গণমাধ্যমকে বলেন, সময় যত যাচ্ছে মেয়ের স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন যা আমার সামর্থ্যের বাইরে। তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই।
তার সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৯৬৭৪১২৬১৭ এবং এই নাম্বারেই বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে।
Leave a Reply