রাজশাহী জেলাপ্রতিনিধি:
কেশরহাট পৌরসভা নির্বাচন প্রথম দফায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় মেয়র পদপ্রার্থীরা আগাম প্রচারণায় নেমে পড়েছেন। মেয়র পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেশরহাট পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ৮ নং কাউন্সিলর রুস্তম আলী প্রাং। তার নির্বাচনী সভায় জন- সাধারনের মাঝেও ভোটের আমেজ শুরু হয়ে গেছে।
মেয়র পদ-প্রার্থী রুস্তম আলীর ধারাবাহিকতা নিবর্চানী সভা উপলক্ষে পৌর এলাকার ৫ নং ওয়ার্ড ফুলশো উচ্চ বিদ্যালয়ে ব্যাপক জন-সাধারণের উপস্থিতি ঘটে ।
এসময় তিনি বলেন, আমার এই মেয়র নির্বাচনী সভায় আমার প্রতি ভালোবাসার তাগিতে বৃষ্টির মধ্যে কাদা পার হয়ে জন-সাধারনের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার পৌরবাসি উন্নয়ন চাই, তাই পৌরবাসি আমার নিবর্চানী সভায় উপস্থিত হয়ে পরিবেশকে মুখরিত করে। আপনারা আজ আমার ডাকে সাড়া দিয়ে আমার পাশে আসেন। আমি মেয়র নির্বাচিত হয়ে আপনাদের সাথে মিলে-মিশে পৌর এলাকার সমস্যা সমাধান করে উন্নয়ন করবো।
তিনি আরো বলেন, অনেক জন-প্রতিনিধিরা ভোটের আগে বিভিন্ন ভাবে আশ্বাস দেয়। আর নির্বাচিত হওয়ার পরেই তারা নিজের পরিবার নিয়ে ব্যস্থ হয়ে যান, নিজের কথা ভাবতে গিয়ে সাধারণ মানুষের কথা ভুলে যান। আমি এবার মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসির পাশে থেকে মানবতার নেতা হিসেবে জনসেবা করবো ইনশাআল্লাহ।
Leave a Reply