মোছাঃ জান্নাত জাহা সোনারগাঁও থানা প্রতিনিধি
হাসিনা গাজী পৌর অডিটোরিয়াম এর,ভিত্তি প্রস্তর স্হাপন এবং তারাব পৌরসভায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট -২এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ২০২০ ইং তারিখে তারাব পৌরসভায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্রী বস্ত্র ও পাট মন্রনালয় জনাব গোলাম দস্তগীর গাজী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুসরাত জাহান,, মাননীয় মন্রী বলেন মানুষের মাঝে কাজ করে বেঁচে থাকতে চাই,তিনি আরো বলেন এ মহামারি কোরোনা ভাইরাসে আপনারা সবাই মাক্স পরবেন, পরিষ্কার পরিছন্ন থাকবেন। কারন করোনার ভয়াবহতা শীতে আরো বাড়তে পারে।।
Leave a Reply