মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশিত কর্মসূচি অনুযায়ী জন্মদিন উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচ তলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ । নগরীর মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন।
২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্বিনব্রীজ সংলগ্ন ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের (সারদা হল) হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অংশগ্রহণ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিজ নিজ উদ্যোগে নিজেদের ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
Leave a Reply