সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈরে একটি দ্রুত গামী সাকুরা পরিবহন বরিশাল গামী যাত্রবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে যায় । এসময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত পক্ষে ১৫ জন যাত্রী । মারাত্নক আহত ৫জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনা ঘটে শুক্রবার বিকাল ৪টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালিবাড়ি নামক স্থানে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালিবাড়ি নামক স্থানে একটি দ্রুত গামী সাকুরা পরিবহন বরিশাল গামী যাত্রবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায় । এসময় এসময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক ঘটনাস্থলেই নিহত হয় । এতে আহত হয়েছে অন্তত পক্ষে ১৫ জন যাত্রী । মারাত্নক আহত হনুফা বেগম (৩০) তার মেয়ে তানিয়া আক্তার (১০) সুমন শেখ (৩০) তাপস পাল (৩০) তপন কর্মকারকে (৫৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের প্রায় সবার বাড়ি বরিশাল এলাকায় ।
রাজৈর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Leave a Reply