আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।
সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে নির্মমভাবে হত্যা করেছে রায়হান নামের নির্দোষ যুবককে। বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর আলী সহ কিছু পুলিশ সদস্য। সব চেয়ে দুঃখজনক বিষয় নিহত রায়হান আহমদ এর ২ মাসের একটা কন্যা সন্তান আছে।
আগামী মাসে তার আমেরিকা যাওয়ার কথা নিহত রায়হান এর। বরখাস্ত আর প্রত্যাহার করলে সিলেটের মানুষকে শান্তনা দেওয়া যাবে না। নিহত রায়হান হত্যা মামলার জড়িত সব কয়টিকে ফাঁসিতে ঝুলাতে হবে। না হলে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে হবে। প্রশাসন কোনো পদক্ষেপ নিতে না পারলে জনগণের হাতে কুকুর গুলো দের তুলে দাও।
কুকুর তো কুকুরই হয় হোক সে আওয়ামী লীগ নেতা ছাএলীগ হোক বিএনপি জামায়াত হোক সে জাতীয় পার্টি ছাড় দেওয়া হবে না। সিলেটের মাটি পবিত্র মাটি
৩৬০ আওলিয়ার মাটিতে অপরাধ ধর্ষণ করে রেহাই হবে না। জননেত্রী শেখ হাসিনা সরকারের দৃষ্টি আকর্ষণ সুষ্ঠু বিচার চাই সিলেট বাসী। গভীর শোক জানাই নিহত রায়হানের পরিবারের সবার প্রতি। আল্লাহ তাআলা নিহত ভাই রায়হান কে জান্নাতুল ফেরদৌসের দান করুন এই নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এস আই আকবর আলী সহ সবাই আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ এর প্রধান সম্পাদক আবু ইউসুফ
Leave a Reply