এদিন নেশার ঘোরে নিজের বৌ ও বাচ্চাদের ঘরে বন্দী করে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় শ্রী শুকদেব পাত্র নামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর থানার অধীনে রায়চক এর শঙ্করপুর গ্রামের ঔ বাসিন্দা।নেশা এতটাই ছিল যে তার শ্রী ও সন্তান পুড়তে বসেছে তার খেয়াল ছিল না। যখন আগুন এর ত্রিব্রতা বৃদ্ধি পায় এবং দাউ দাউ করে জ্বলছে তখন ঔ মাতাল এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।পরে ঔ শ্রী ও সন্তান পুড়তে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। অনেক চেষ্টা পর তাদের উদ্ধার করে গ্রাম বাসি রা।পরে খবর পেয়ে ছুটে আসেন সাগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। তবে পালাতক ঔ ব্যাক্তি। ঘটনা সূত্রে জানা যায় শুকদেব পাত্র নামে ঔ ব্যাক্তি প্রায় নেশা করে এসে বাড়ীতে ঝামেলা করে। কিন্তু এদিন এতটা নেশা করে এসে ছিল যে তার তাল বেতাল জ্ঞান ছিল না। নেশার ঘোরে নিজের বৌ ও বাচ্চাদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। তবে ঔ ব্যাক্তি র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply