মোঃ রনি আহমেদ রাজু মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরার শ্রীপুরে ‘দুস্থ শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পেশাভিত্তিক কম্পিউটার আইটি প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
১৮ অক্টোবর রবিবার বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরের জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
আশা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী
অধ্যাপক মুসাফির নজরুলসহ আরো অনেকে । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃওয়াসিম আকরাম।
আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায়
কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৬ মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৬০ জন করে অংশ নেবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আলাদা আলাদা সনদপত্র দেয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন সুরাইয়া আফরোজ, লামিয়া আক্তার ও কৃষ্ণপদ সরকার। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply