মোঃ রনি আহমেদ রাজু জেলা প্রতিনিধি
মাগুরা সদর থানাধীন বাটিকাডাঙ্গা গ্রামে মফিজুলের বাড়ির উত্তর পাশের মাহাবুবের মেহেগুনি বাগানের ভিতর দণ্ডায়মান অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ডিএনসি ঘেরাও করে এবং মহিলা হিরোইন ব্যবসায়ী মোছাঃ পারভিন আক্তার রুনা (৩৫) কে আটক করেন। আসামির বাড়ি ক্যান্টনমেন্ট খয়ের তলা কতোয়ালি যশোর, পিতা মৃত নূর আলী মোল্লা। তার কাছে থাকা ব্যাগের ভিতর হতে ১০০গ্রাম হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রন ডিএনসি উদ্ধার করেন। আটককৃত হেরোইনের মূল্য দশ (১০) লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহিম বিজয় জানান গোপন সংবাদের ভিত্তিতে বাটিকাডাঙ্গা গ্রামে অভিযান চালায় এবং মাদক ব্যবসায়ী মহিলার কাছ থেকে একশত( ১০০)গ্রাম হেরোইন জব্দ করি। হেরোইন ব্যবসায়ী মোছাঃ পারভিন আক্তার রুনা (৩৫), কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply