মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শীর্ষ মাদক ব্যবসায়ী রমজান সহ তার সহযোগী আরিফ হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কৃষ্ণপুর ও বেতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রমজান কৃষ্ণপুর (বদ্দিপুর) গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। অপরদিকে সহযোগী আরিফ বেতবাড়িয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
এ বিষয়ে ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন বলেন, কৃষ্ণপুর ও বেত বাড়িয়া এলাকায় মাদক সম্রাট রমজান ও তার সহযোগী আরিফ হোসেন মাদকসহ চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়েছে।
তিনি আরোও বলেন, শীর্ষ এই মাদক ব্যবসায়ী রমজানের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় ৭ এর অধিক মামলা রয়েছে।
Leave a Reply