সুজল খাঁন, মধুখালীঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন। আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
দলীয় নেতা-কর্মী নিয়ে উভয় দলের প্রার্থীরা রবিবার(১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেন।
উৎসব মুখর পরিবেশে মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়াামী লীগের মনানীত প্রার্থী এবং বর্তমান মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন বেলা ১২টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ এনামুল হকের নিকট উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে দলীয় মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মির্জা আব্দুল করিম, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন উপস্তি ছিলেন।
অপরদিকে বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ দলীয় নেতা কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের নিকটে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল উপস্তি ছিলন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন মীর্জা মাজহারল ইসলাম মিলনের পক্ষে তার বড় ভাই মির্জা শাহরীয়ার লোটাস । মধুখালী পৌরসভার কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমাদেন। মেয়র-৩, সংরক্ষিত মহিলা-১৩ এবং সাধারন সদস্য পদে ৩৪ জন মনায়নপত্র দাখিল করছেন।
এ সময় সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম উপস্তি ছিলন।
Leave a Reply