“শাহ হাবিরর মাজার জিয়ারত এবং বঙ্গবন্ধু ম্যুরাল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়-
লিমনের নির্বাচনী প্রচারনা শুর”
সুজল খাঁন, মধুখালীঃ
১০ ডিসেম্বর ২০২০ ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মধুখালী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন বনমালিদিয়ার পীর কামল মার্দ্দান খাদ হয়রত শাহ হাবির (রঃ) (সৈয়দ হাবিবুল্লাহ মার্দ্দান খাদ) এর মাজার জিয়ারত এবং জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল শ্রদ্ধা নিবেদন ও দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের শুভ সুচনা করছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ,পৌর আওয়ামীলীগ , জাতীয় পার্টি ,ওয়ার্কার্স পাটি ও জাকের পার্টি এবং বীর মুক্তিযোদ্ধাগনসহ নেতাদের সাথে নিয়ে
পীর কামল মার্দ্দান খাদ হয়রত শাহ হাবির (রঃ) এর মাজার জিয়ারত করেন এবং মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধুর শখ মুজিবুর রহমান এর ম্যুরাল শ্রদ্ধা নিবেদন করেন। রাতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান ভবন চত্বরে স্থাপিত অস্থায়ী নির্বাচনী অফিসে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্তি ছিলন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস,সহ সভাপতি হাজী আঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, এ্যাড.আলীউজ্জামান খোকন, মোঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মাল্যা, ওয়ার্কার্স পার্টির কদ্রীয় নেতা মনোজ সাহা এবং পৌর আয়ামীলীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া,সাধারন সম্পাদক মির্জা আক্তারজ্জামান খাকন, ওয়ার্কার্স পাটি নেতা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, গোলাম রব মোল্যা ও বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মিগন।
আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমনের বিজয়ী কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা কাজী রফিকুল ইসলাম।
Leave a Reply