সুজল খাঁন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে প্রশিক্ষিত ও দুস্থ্য যুব মহিলাদের মাঝে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহমুদা বেগমের ব্যাক্তি উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর রোববার দুপুর ২ টায় মধুখালী উপজেলা মিলনায়তনে ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, সুরাইয়া সালামের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনার, সঞ্চালনায় সেলাই মেশিন বিতরনে প্রাধান অতিথি হিসাবে বক্তব্য ও সেলাই ম্যাসিন বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সদস্য শাহিদা চৌধুরি তন্নী ও লিপি আজাদ, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাসার, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল শেখসহ প্রমুখ।
এ সময় মাহমুদা বেগম বলেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক তাঁর হাতে গড়া আওয়ামীলীগকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। সামনের শীতে অসহায়দের মধ্যে কিছু শীতবস্ত্র বিতরনের চেষ্টা করব।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
Leave a Reply