শরিয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আক্তার মোল্লা
শরিয়ত পুরের ভেদরগঞ্জ থানা এলাকায় অভিযানে ২ কেজি গাঁজাসহ সেলিম শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার চর কুরালতলী মৃধ্যা কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেলিম শেখ (৪৫) মহিষার গ্রামের মৃত আলি বক্স শেখের ছেলে।
ভেদরগঞ্জ থানা সূএ জানায়, ভেদরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার কালে আসামি সেলিম শেখ (৪৫) কে ২ কেজি গাঁজাসহ ভেদরগঞ্জ এলাকাধীন চর কুরালতলী মৃধ্যা কান্দি এলাকার মানিক হাওলাদারের প্রজেক্টের মেইন গেইটের সামনে থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
Leave a Reply