ভারত থেকে মনোয়ার ইমাম। আজ ভারতের তেলেঙ্গানা রাজ্য হায়দ্রাবাদে পৌরসভার মেয়র নির্বাচন এ যে ফলাফল প্রকাশ হতে চলেছে, তাতে এবারের মতো হায়দ্রাবাদ শহর তাদের হাতের নাগালের বাইরে থেকে গেল। এখন পর্যন্ত যে ফলাফল এসেছে তা কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয় নি। যদিও সকাল থেকে কিছুটা বিজেপি এগিয়ে থাকতে দেখা গেছে। তাতে বিজেপি নেতা রা উল্লাস প্রকাশ করতে দেখা যায়। তাদের দাবি হায়দ্রাবাদ শহর নাম পাল্টে ভাগ্য নগরী করতে চেয়েছিল। কিন্তু সেখানকার জন সাধারণ যে রায় দিয়েছে তাদের বিজেপি র ভাগ্য উল্টে দিয়েছে। এবং নিজাম বাদশার দেওয়া হায়দ্রাবাদ শহর হায়দ্রাবাদ শহর থাকছে তা পরিস্কার করে দিল সেখানকার আম নাগরিক।যা খবর তা সেখান কার মানুষ রায় দিয়েছে বিজেপি পক্ষে,46,টি সিট এগিয়ে রেখেছে। তেলেঙ্গানা রাট্র সমিতি পেয়েছে,56,টি সিট। এবং মুসলিম ধর্মপ্রাণ মানুষের পাটি ইত্তেয়াহাদুল মুসলেমিন পেয়েছে,42,আসন এবং কংগ্রেস পেয়েছে,02,টি আসন।বাকি 04, আসনে এগিয়ে নির্দল প্রার্থী রা।যা পরিস্থিতি তাতে টি আর এস ও ইত্তেহাদুল মুসলেমিন এবং কংগ্রেস মিলে হায়দ্রাবাদ শহর দখল করতে অসুবিধা হবে না।যা খবর তাতে তেলেঙ্গানা রাট্র সমিতি র প্রধান ও মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও মিম পাটির প্রধান আসাউদ্দিন ওয়ারিস দল সঙ্গে কথা বলে পৌরসভা দখল করতে চলেছেন। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply