উদ্ধার,ছয় মহিলা,পালাতক মূল পান্ডা। কাজের লোভ দেখিয়ে ভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি র অভিযোগ এসেছিল গত জানুয়ারি মাসে। তখন থেকেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যেগে এবং ডায়মন্ড হারবার জেলা মহিলা পুলিশ আই সি অনিতা দাসের নেতৃত্বে শুরু হয় তদন্ত। অবশেষে গতকাল বহু চেস্টার পর বিহার এর দক্ষিণ চান্মারন জেলা থেকে উদ্ধার করা হয় ছয় জন মহিলা কে। তাদের কে অন্য যায়গায় পাচার করার আগে হানা দেয় ডায়মন্ড হারবার জেলা মহিলা টিম এর সদস্যরা। তাদের কে সাহায্য করে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জী আই পি এস। গতকাল তাদের কে উদ্ধার করে নিয়ে আসে ডায়মন্ড হারবার জেলা মহিলা পুলিশ এর আই সি অনিতা দাসের নেতৃত্বে একটি টিম। এদের মধ্যে তিন জন ডায়মন্ড হারবার এলাকার। বাকি সব বারুইপুর জেলা পুলিশ এর অধীনে সুন্দর বন এলাকার। তবে এদের থেকে জানতে চাইছে এই পাচার কান্ডে কারা কারা যুক্ত আছে। এবং এদের সঙ্গে আন্তর্জাতিক নারি পাচার কারিরা যুক্ত আছে কি না। তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জী আই পি এস আসার পর থেকে নারি পাচার কারিদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন বলে জানা গিয়েছে।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply