ভারত থেকে মনোয়ার ইমাম। শেষে গোবর উপর জরিমানা। এমন ঘটনা টি ঘটেছে ভারত এর মধ্যপ্রদেশের গোয়ালিয়র এর সিটি কর্পোরেশন এ। মহিষ এর ডাইরীর মালিক কে দিতে হল,দশ হাজার টাকা র জরিমানা। এদিন গোয়ালিয়র সিটি কর্পোরেশন মেয়র সন্দীপ সান্নাউয় রাস্তার কাজ দেখতে সরজমিনে এসেছিলেন। ঠিক সেই সময় মহিষ এর খাটালের মালিক শ্রী বেতাল সিং নব নির্মিত রাস্তায় গোবর ডেলে দেয়। তখন তিনি সঙ্গে সঙ্গে ঐ খাটাল এর মালিক কে দশ হাজার টাকা জরিমানা করা হয়। তবে খাটাল মালিক মধ্যপ্রদেশের গোয়ালিয়র সিটি কর্পোরেশন এ দশ হাজার টাকা জরিমানা মিটিয়ে দিয়েছেন। তার অভিযোগ গো মাতাদের মাংস খাওয়া যখন বিজেপি সরকার নিষিদ্ধ করেছেন। তখন গোমাতার পবিত্র গোবর কি অন্যায় করল তার জন্য দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই প্রশ্ন তুলেছেন মধ্যপ্রদেশের ডাইরীর মালিক রা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply