ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। বাবা ঠিক মতো খেতে দেয় না। এমন গুরুতর অভিযোগ নিয়ে হাজির ভারতের ওড়িশার কেন্দ্র পাড়া জেলার এক ১১, বৎসর এর কিশোরীর।এই কিশোরী তার অসহায় অবস্থার কথা সরাসরি গিয়ে জানিয়ে দেন কেন্দ্র পাড়ার জেলা কালেক্টর কাছে।ঐ কিশোরী র অভিযোগ তার বাবা তাকে খেতে দেয় না।
উপরন্তু তার পাওয়া সরকারি মিড ডে মিলের চাল ও ডাল কেড়ে নিয়ে বাইরে বিক্রি করে উড়িয়ে দেয়। এবং তার বাবা তার মা মারা যাওয়ার পর তাকে ঠিক মতো খেতে ও পরতে দেয়না।এই ছোট্ট বাচ্চা কিশোরী র অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল ওড়িশার কেন্দ্র পাড়া জেলার জেলা কালেক্টর সাহেব।তার অভিযোগ এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দেওয়া হয়েছে পূর্ণ নিরাপত্তা এবং সব ধরনের সহযোগিতা। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply