ও মহারাষ্ট্রে র মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তিনি হিন্দুত্ব নিয়ে মোহন ভগত কে উদ্দেশ্য করে বলেন কালো টুপির নীচে মগজ নেই তারা আবার হিন্দুত্ব নিয়ে কথা বলেন। আজ দশমীর উপলক্ষে এক অনুষ্ঠানের এই মন্তব্য করেছেন। সম্প্রতি বিভিন্ন যায়গায় করোনা ভাইরাস আক্রান্ত মানুষের জন্য মন্দির যেতে বাধা নিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয় বহু মন্দির।যার ফলে মহারাষ্ট্রে র শিবসেনা জোট সরকারের প্রধান শিবসেনা নেতা ও মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে ছিলেন মহারাষ্ট্রে র রাজ্যপাল শেখয়াওয়াত সিং রোজখেওয়া এবং রাট্র সঙসেভক সঙ্ঘের প্রধান মোহন ভগত। উদ্ভব ঠাকরে বলেছেন যে বিহার এর মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও বিজেপি মিলে রাজ্যে শাসন করছে। সেই বিহার এর গোয়ায় গো মাংস বিক্রি হচ্ছে। তখন তো বিজেপি নেতা ও মন্তীরা, দেখা পাচ্ছেন না।আগে পবিত্র গোয়ায় গোমাতার মাংস বিক্রি বন্ধ করুন।পরে না হয় মন্দির খোলার কথা চিন্তা করুন।কালো টুপির নীচে মগজ টা একেবারে কাজ করছে না বলে কটাক্ষ করেছেন মোহন ভগত কে। তিনি আরো বলেন হিন্দুত্ব নিয়ে আমাকে না শিখিয়ে নিজেরা বেদ উপনিষদ পাট করুন।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply