বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। পিরোজপুর জেলা বাংলাদেশে চীনার অষ্টম সেতু নির্মান কাজ সবাইকে দেখার অনুরোধ রইলো?
“তেবে অতি দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বেকুটিয়া সেতুর কাজ চলিতেছে তবে সেতুর একটি ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম, এই ধরনের কাজ করে সাধারণ মানুষকে ধোকা দেওয়া ছারা আর কিছুই নয়,আজ।
রাষ্ট্রেীয়ভাবে যদি এমন কাজ করা হয় তাহলে মানুষ কোথায় গিয়ে দাড়াঁবে হাজার হাজার কোটি টাকা খরচ করে স্থাপনা নির্মান করে সেটা যদি মানসম্মত না হয়,সে কাজ করার থেকে না করাই ভালো মানুষের ভোগান্তি আছে থাক সেটাই ভালো,কিন্তু মানুষকে স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই এই সেতুটি।
পিরোজপুর জেলা বাসীর স্বপ্নের সেতু আজ স্বপ্ন দেখার আগেই যদি এই সেতুর এই অবস্থা হয়, তাহলে সামনের দিনগুলো নিয়ে মানুষ কিভাবে স্বপ্ন দেখবে স্বপ্ন স্বপ্নই থেকে জাবে কখনোই বাস্তব হবে না আমি দেশবাসীর কাছে আবেদন করছি যেতে এই ব্যাপারটি।
সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়,তা না হলে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে সেটা আমরা মেনে নিতে পারি না চোর বাটপাড়রা এভাবেই লুটপাট করে খেয়ে যাচ্ছে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply