মোঃ দাউদ জোয়াদ্দার ক্রাইম রিপোর্টার
অদ্য ২৪/১১/২০২০ খ্রিঃ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন আনন্দ বাজার এলাকা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ডিএনসির অভিযানে ভারতীয় তৈরি ১০৫ বোতল এসকাফ এবং ৯০ বোতল ফেনসিডিলসহ ১| মোঃ আক্তার হোসেন(২৫) পিতা- মোঃ ইসমাইল হোসেন সাং- কামালপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া ২| মোঃ আরিফুল ইসলাম(২৮) পিতা- মৃত আলি মিয়া সাং- দক্ষিণ পৈরতলা থানা- সদর জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া ৩| মোঃ রিপন মিয়া(৩৮) পিতা- মৃত এলু মিয়া সাং- কামালমুড়া থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া ৪| শান্ত বণিক(৩৮) পিতা- মৃত সঞ্জু বণিক সাং- কাজীপাড়া থানা- সদর জেলা- ব্রাহ্মণবাড়িয়া পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের করা হয়েছে।
Leave a Reply