মোঃ রনি আহমেদ রাজু জেলা প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮ থেকে মাগুরা পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে । ইতি মধ্যে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায় যে শান্তিপূর্ণভাবেই সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে চলছে ভোট গ্রহণ। ৩ নং ওয়ার্ডের রায়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ।
মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা পৌরসভার ৭৬ হাজার ৮৯৩ জন ভোটার এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫টি কেন্দ্রে ২০৮টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌরসভায় মোট ভোটারের মধ্যে ৩৯ হাজার ২৮১ জন নারী এবং ৩৭ হাজার ৬১২ জন পুরুষ ভোটার রয়েছে।নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থি খুরশীদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থি ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থি মশিউর রহমান।
এবারের নির্বাচনে মেয়র প্রার্থিদের পাশাপাশি ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বিদ্বতা করছেন।
এ নির্বাচনে ৩৫ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৪০ জন পুলিশ সদস্য, ১ হাজার ৮৭২ জন আনসার, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের টিম ও পুলিশের বিশেষ টিমের সমন্বয়ে স্টাইকিং ফোর্স কাজ করবে।
Leave a Reply